লেবুর চর, কুয়াকাটা।
 
PHOTO :GOOGLE

শহরের যান্ত্রিক জীবন থেকে বের হয়ে একটু খোলা হাওয়া যদি চান, তাহলে "লেবুর চর" নাম টি শুনে রাখুন।
যেন হাজার বছরের নির্জনতা আর নিসংগতা নিয়ে শুধু আপনার জন্য ই বসে আছে লেবুর চর।

ঢাকা থেকে লঞ্চ, বা বাসে করে বরিশাল। সেখান থেকে বাসে করে কুয়াকাটা। আগে বরিশাল থেকে কুয়াকাটা যেতে অনেকগুলো ফেরি ছিলো, এখন শুধু একটা ফেরি আছে।

কুয়াকাটা নেমে মোটরসাইকেল ভাড়া করে লেবুর চর যেতে পারবেন। সময় লাগবে ১৫/২০ মিনিট এর মতো।

এখানে এলে তাজা মাছ খেতে ভুলবেন না যেন। তবে কেনার ক্ষেত্রে দরদাম করে নেয়া ভালো। ওখানেই মাছ রান্না, ভাজি করে দেয়। টেস্ট খুব ই ভালো।

সামনে অফুরন্ত সমুদ্র নিয়ে গা এলিয়ে বসে থাকুন কিছুক্ষন, টের পাবেন জীবন কতো সুন্দর!



 fatrar chor,all hotels in kuakata,resorts in kuakata,kuakata tour,hotel nilanjona kuakata,cheap hotels in kuakata,kuakata tour guide,kuakata patuakhali bangladesh


Your travel partner We understand the power of simplicity and pain in complexity, which is why we have taken out complexity out of travel information and have simplified the whole travel info on Bdtripinfo for you.