বিছানাকান্দিতে একদিন!
বিছানাকান্দিতে একদিন! |
আমরা দু জন গিয়েছিলাম গত সপ্তাহে, রাত ১২ টার বাসে চড়ে সিলেটের উদ্দেশে রওনা দেই ( ভাড়া ৪৭০/=) এবং ঠিক ৬ টায় সিলেট কদমতলি বাস স্ট্যান্ড। ২০ টাকায় লেগুনা দিয়ে মাজার গেট, মাজার ঘুরে আবার ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে পাঁচ ভাই রেস্টুরেন্টে (৩৫+১০=৪৫) টাকা দিয়ে ভরপেট খিচুড়ি খেয়ে আবার আম্বরখানা পয়েন্ট। সেখানে সারি সারি লোকাল সিএনজি দাড় করানো, হাদারপার/ বিছানাকান্দি বলে ডাকতে থাকে। ১২০ টাকা জন প্রতি হাদারপার।
যাত্রা শুরু হয় সকাল ৭.২০ মিনিটে, হালকা ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস খেতে খেতে, একটু পরই টের পাওয়া গেলো রাস্তার অবস্থা বেশি সুবিধার না, কাজ চলছে, ঝাঁকি ঝুঁকি আর লাফালাফি করতে করতে ঠিক ৯ টায় হাদারপারে সিএনজি থেকে নামলাম। একটু সামনে হেঁটে গিয়ে ছোট একটা খেয়া নৌকা পার হলাম জন প্রতি ২ টাকা দিয়ে। আমরা যেহেতু ২ জন ছিলাম ঠিক করি হেঁটেই যাবো কারন ঘাঁট থেকে পাহাড় আর সবুজের সারি দেখা যাচ্ছিলো। হেঁটে যাওয়া ছিল সবচেয়ে উত্তম সিদ্ধান্ত :) আমরা ধানক্ষেত আর গ্রাম এর মেঠো পথ ধরে হেঁটে যেতে থাকলাম আর পাহাড় আস্তে আস্তে আমাদের কাছে ছবির মতো মনে হচ্ছিলো :) বড় একটা খোলা মাঠ, সামনে পরিস্কার পানির খাল আর তার সামনেই পাহাড়! একটু পানিতে নেমে খালটা পাড় হয়ে পৌঁছে গেলাম পাহাড় পাথর আর পানির মিলনস্থল বিছানাকান্দি
যেহেতু তখন ঘড়িতে সময় মাত্র ১০ টা আর মানুষও কম তাই অসাধারন লাগছিল সেসময় এর পরিবেশটা। পাহাড়ের মাথায় তখনও মেঘের খেলা চলছিলো :) দুপুর পর্যন্ত ঠাণ্ডা পানিতে শুয়ে বসে আর পাথরের বিছানায় গা এলিয়ে দিয়ে শরীর এবং মন যেন প্রশান্তির এক অন্যরকম ছোঁয়া পেলো। দুপুরের খাবার আমরা বেলা ৩ টায় সিলেট শহরে এসে হরেক রকম ভর্তা দিয়ে পানসী রেস্টুরেন্টএ সেরে ফেলি। জন প্রতি ১০০-১৫০ টাকা লেগেছে। আবার রাতের বাস এ ঢাকা চলে আসি কিছু সুন্দর এবং মায়া লাগানো সৃতি নিয়ে
লিখেছেন ঃ Mohtadi Shahrier Maudood
Your travel partner We understand the power of simplicity and pain in complexity, which is why we have taken out complexity out of travel information and have simplified the whole travel info on Bdtripinfo for you.
0 Comments